শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ছাত্রীকে উত্ত্যক্ত

বরিশাল পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হন এবং কলেজসংলগ্ন কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাতে ক্যাম্পাসে টুইন টাওয়ার মেসের ছাত্র মেকানিক্যাল পঞ্চম বর্ষের মাহমুদ মুন্না ইনস্টিটিউটের এক ছাত্রীসহ দাঁড়িয়ে ছিলেন। এ সময় হোস্টেলের সিভিল পঞ্চম বর্ষের ছাত্র অরূপ হালদার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ নিয়ে মুন্না ও অরূপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। অরূপ তার ছাত্রলীগ সহকর্মী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক অনুসারী ফাহিম, জাহিদ, তামিম, রায়হানকে নিয়ে মুন্নাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। খবর পেয়ে টুইন টাওয়ার মেসের মুন্নার সহযোগী ও মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনের অনুসারী কলেজ ছাত্রলীগ কর্মী জসিম, কনক, মেহেদি, জিতু, সাইদুলরা পাল্টা হামলার উদ্দেশ্যে গেলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় দুই পক্ষ ছাত্রাবাস ও মেসে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রাবাসের মনির, নাঈম, তুহিনসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা। এলাকাবাসীর অভিযোগ, কলেজের ছাত্র পরিচয়ধারী সন্ত্রাসীদের উত্পাতে অতিষ্ঠ স্থানীয়রা। ছাত্ররা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফলে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভোগেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ইভ টিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হলেও আগে থেকেই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. ফরিদ উদ্দিন জানান, সন্ধ্যায় কী হয়েছে তা তার জানা নেই। তবে রাতে ছাত্রলীগের মাঝে ঝামেলা হয়েছিল বলে তিনি শুনেছেন। পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তারা গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সর্বশেষ খবর