মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-অস্ট্রেলিয়া রুটে বিমানে পণ্য পরিবহন ফের চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-অস্ট্রেলিয়া রুটে বিমানে পণ্য পরিবহন আবার চালু হচ্ছে। ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করেছে। তাই এখন থেকে বিমানে পণ্য পরিবহন করা যাবে। গতকাল বিমান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সংবাদ সম্মেলনে মেনন বলেন, ৫ মে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এ-সংক্রান্ত একটি চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশকে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী বলেন, ‘শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার পাশাপাশি চট্টগ্রাম নগরের শাহ আমানত বিমানবন্দর ও সিলেটের ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজাতে চাই।’ কয়েক মাস আগে বাংলাদেশে বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির অজুহাতে বিমানে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া।

সর্বশেষ খবর