মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা
শিশু জিয়াউল হত্যা

হবিগঞ্জে পাঁচজনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে জিয়াউল হক (১৩) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন— বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের মৃত খুরশেদ মিয়ার ছেলে রেনু মিয়া, সাহিদ মিয়ার ছেলে হাবিব মিয়া, টুপিয়াজুরী গ্রামের নুর মিয়ার ছেলে আহাদ মিয়া, নিহত জিয়াউল হকের সত্ভাই আলী হায়দার ও আবদুর রাজ্জাকের ছেলে রঞ্জু মিয়া। উল্লেখ্য, এই আসামিরা ১৯৯৪ সালের ১৩ মে জিয়াউলকে স্থানীয় পাচা সিঙ্গার হাওরে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯৯৫ সালের ১৯ জানুয়ারি জিয়াউলের মা রূপচাঁন বিবি বাদী হয়ে ৯ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২৯ এপ্রিল ৬ আসামিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ৬ আসামির মধ্যে আবদুল আউয়াল নামে এক আসামি মৃত্যুবরণ করেন। এ ছাড়া আরেক আসামি রঞ্জু মিয়া পলাতক রয়েছেন। বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুল আহাদ ফারুক। বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু লেইছ।

সর্বশেষ খবর