মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

পানামা পেপারসে ২৪ বাংলাদেশি

বিশ্ব দুর্নীতিবাজদের কর কেলেঙ্কারি

জুলকার নাইন

পানামা পেপারস নামে বিশ্বের আলোচিত দুর্নীতিগ্রস্তদের বিষয়ে আবারও নথি প্রকাশ করল আইসিআইজে। কর ফাঁকি দিয়ে বেনামে বিপুল সম্পদ পাচারের নেপথ্যে থাকা বিশ্বের বিভিন্ন অঙ্গনের দুই লাখের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম গতকাল জনসমক্ষে প্রকাশ করা হয়। এর আগেও বিশ্বের প্রভাবশালী কয়েকজনের নাম প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে)।  দ্বিতীয় দফায় প্রকাশ করা এই নথিতে মিলেছে ২৪ বাংলাদেশির নাম। এরা ১৯টি ঠিকানা ব্যবহার করেছেন। গতকাল আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার উন্মোচন করে দেওয়া হলে এই বাংলাদেশিদের নাম জানা যায়। এরা হলেন—কফিল এইচ-এস মুহিদ, রুবি বিন জামিন, ইউসুফ রায়হান রেজা, ইসরাক আহমেদ, নভেরা চৌধুরী, ফরহাদ গানি মোহাম্মদ, মেহবুব চৌধুরী, বিলকিস ফাতেমা জেসমিন, রোজার বার্ব, মো. আবুল বাশার, জেইন ওমর, বেনজির আহমেদ, মো. আফজালুর রহমান, মল্লিক সুধির, জীবন কুমার সরকার, নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম (২ বার), এম সেলিমুজ্জামান, মো. আফজালুর রহমান। অজ্ঞাতনামা রয়েছেন দুজন। আরেক জন বাংলাদেশি হিসেবে পেসিনা স্টেফানো নাম ব্যবহার করা হয়েছে। সোয়ানি ইনভেস্টমেন্ট লি. ও সিস অ্যাসেট লি. নামে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০৭ সালের ২৫ জানুয়ারি খোলা দুটি অফশোর কোম্পানির মাধ্যমে এরা অর্থ পাচার করেছে। তাদের আইনি প্রতিষ্ঠান ছিল মোসাক ফনসেকা। এর মধ্যস্থতাকারী ছিলেন দিলীপ কুমার মোদি। স্টেফান পার্কার ও বিবিটিএল ছিল এদের মধ্যস্থতাকারী। গতকাল মধ্যরাতে এই তথ্য পাওয়া যায়।

সর্বশেষ খবর