বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

ক্রিকেট নিয়ে সংঘর্ষে মিরপুরে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেট নিয়ে সংঘর্ষে মিরপুরে স্কুলছাত্র নিহত

বাবুল

প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত বাবুল শিকদার হূদয়। বলত, বড় হয়ে একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হব। লেখাপড়ায় বেশ মনোযোগী ছিল। নম্র-ভদ্র হূদয় সবাইকে মাতিয়ে রাখত। তার আচরণে মুগ্ধ ছিল বন্ধু, প্রতিবেশী ও শিক্ষকরা। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। কিন্তু বন্ধুর স্ট্যাম্পের আঘাতে তার সে স্বপ্নটুকু কেড়ে নেওয়া হয়েছে। গতকালই হূদয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এতে সে জিপিএ-৫ (এ প্লাস) পায়। রেজাল্ট শোনার আগেই বন্ধু বিধানের স্ট্যাম্পের আঘাতে না ফেরার দেশে চলে যেতে হয়েছে। গতকাল সকালে রাজধানীর মিরপুর-১ এর ধানক্ষেত মোড়ে একটি ফাঁকা জায়গায় স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলছিল হূদয়। ক্রিকেট খেলায় আউট হওয়া নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বন্ধু বিধান স্ট্যাম্প দিয়ে হূদয়ের মাথায় আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে আগারগাঁও জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সহপাঠীসহ স্কুলের বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শিক্ষকরা হতবাক। হূদয় স্থানীয় মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। তার একমাত্র ছোট ভাই বাদল শিকদার ওই স্কুলের নবম শ্রেণিতে পড়ছে। হূদয়ের বাবা মোস্তফা শিকদার এবং মা জাহানারা বেগম। তারা বড়বাগ বসতি হাউজিংয়ের রোড-৫ এর ১০/সি নম্বর বাড়িতে থাকেন। তাদের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার দক্ষিণ আলমনগর গ্রামে। নিহতের বাবা মোস্তফা শিকদার বলেন, হূদয় পড়াশোনায় খুব মনোযোগী ছিল। এবারের রেজাল্ট নিয়েও সে আশাবাদী ছিল। সে বলত, এইচএসসি পরীক্ষা শেষ করে সে বিদেশে যাবে। সেখানে পড়াশোনা করবে, কাজ করবে। একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরবে। আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটু ও ইকবাল হোসেন তিতুর ভাগ্নে বিধান। নিহতের চাচা খোরশেদ আলম বলেন, ক্রিকেট খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে হূদয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বন্ধু বিধান পেছন দিক দিয়ে হূদয়ের মাথায় স্ট্যাম্প দিয়ে সজোরে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। দ্রুত হূদয়কে নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। পুলিশের মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহম্মদ বলেন, হূদয় নিহতের ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বিধানকে ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর