শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

শিল্পের নান্দনিক সৌন্দর্য এখন ঘরের চার দেয়াল ও ড্রইংরুম থেকে ছড়িয়ে পড়েছে গ্যালারিতে। শিল্পের সুকুমার বৃত্তির জন্য শিল্পের সমঝদাররাও নিজেদের কাজের স্বীকৃতি পাচ্ছেন পুরস্কারের মধ্য দিয়ে। প্রবীণ শিল্পীদের পথ ধরেই নবীনরাও এগিয়ে এসেছেন শিল্পের চর্চায়। নবীন শিল্পীর প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন শিল্পানুরাগীরা। শুধু ভিড় জমাচ্ছেনই না, গভীর মনোযোগের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগ করছেন শিল্পের কারিগরদের সৃজনশীল সব কর্ম। অনেকে আবার শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে সেলফোনের ক্যামেরায় নিজেদে বন্দী করে রাখছিলেন। এমন চিত্রই ছিল শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া ‘২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৬’-এর উদ্বোধনীতে। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুরু হয় পক্ষকালব্যাপী এ প্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও শিল্পী রফিকুন নবী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উত্পলকুমার দাস।

সর্বশেষ খবর