শিরোনাম
শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

সাতজনের বিরুদ্ধে মামলা গ্রেফতার হয়নি কেউ

লক্ষ্মীপুরের দুই ভাই হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের বশিকপুরে আওয়ামী লীগ কর্মী দুই ভাই হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল বিকালে বশিকপুর ইউপির গ্রাম পুলিশ আবু তাহের বাদী হয়ে এ মামলা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নিহত রতন ও ইব্রাহীমকে আওয়ামী লীগের কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেন। বিএনপি ইউপি নির্বাচনসহ সব নির্বাচনে হেরে গিয়ে হত্যার রাজনীতি শুরু করেছে। এ জন্য লাদেন মাসুম ও তার বাহিনীকে দায়ী করে দলীয় কর্মীদের হত্যার নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিএনপি হত্যার রাজনীতি করে না বলে তিনি জানান। পুলিশ সুপার জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে বৌদ্ধের বাড়ি মোড়ে আনোয়ার হোসেনের চা দোকানে আওয়ামী লীগ কর্মী দুই ভাই ইব্রাহীম হোসেন রতন ও ইসমাইল হোসেন চৌধুরী বসে আড্ডা দিচ্ছিল। এ সময় সিএনজি অটোরিকশা করে ৪-৫ জনের মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহত রতন ও ইসমাইল দুই বছর আগে বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।

সর্বশেষ খবর