শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মহব্বত আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, মহব্বত ১১ টি ডাকাতি মামলার আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজারের কুলাউড়া থানায় মামলা রয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, ভোর রাত সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে  গেলে ডাকাতরা ১৫/২০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও ১০ রাউন্ড গুলি ছোড়ে। এসময় ডাকাত দলের সদস্য মহব্বত আলী গুলিবিদ্ধ হন। এছাড়া ডাকাতদের গুলিতে চার পুলিশও আহত হন। পরে পুলিশ মহব্বতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি ছোরা, দুটি রামদা ও তিনটি বল্লম উদ্ধার করেছে। পুলিশ আরও জানায়, নিহত মহব্বত আলী নাসিরনগর উপজেলার কোয়ারপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

সর্বশেষ খবর