শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা
বিদ্যুৎ বিভ্রাটে তারিখ পেছাল

শিশু রবিউল হত্যা মামলার রায় ৩১ মে

বরগুনা প্রতিনিধি

বরগুনায় অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের কারণে আলোচিত ১১ বছরের শিশু রবিউল হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পরিবর্তন করে ৩১ মে করা হয়েছে। এ মামলার রায় গতকাল হবার কথা ছিল। আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আবু তাহের মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলাটির বিচারিক কার্যক্রম সমপন্ন করে ২৬ মে রায়ের দিন ধার্য করেন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে রায়ের তারিখ পরিবর্তন করে ৩১ মে করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আক্তারুজ্জামান বাহাদুর বলেন, বরগুনায় চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে মামলার রায় পিছিয়ে ৩১ মে নির্ধারণ করেছেন আদালতের বিচারক। তিনি আরও জানান, আসামি মিরাজ জঘন্যভাবে শিশু রবিউলকে হত্যা করেছে। আমরা আদালতের কাছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি।

উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট রাতে মাছ ধরার জাল চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের ১১ বছরের শিশু রবিউলকে পিটিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর