শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা
অন্যরকম

সবুজ বিশ্বায়নের স্বপ্নে আজিজ এখন বড়াইগ্রামে

নাটোর প্রতিনিধি

সবুজ বিশ্বায়নের স্বপ্নে আজিজ এখন বড়াইগ্রামে

বিশ্ব সবুজায়নের স্বপ্নে ‘গাছ লাগান, দেশ বাঁচান, পরিবেশ রক্ষা করুন’ স্লোগানে বাইসাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার আবদুল আজিজ মাতব্বর। গতকাল এ সফরে তিনি নাটোরের বড়াইগ্রামে আসেন। এ সময় তিনি বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বুধবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ থেকে একা বাইসাইকেলে রাজশাহী বিভাগ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন আজিজ। তিনি ধর্মগঞ্জের উজির আলীর ছেলে। তিনি মাত্র ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে ধর্মগঞ্জ শাহীন কোল্ড স্টোর এলাকায় সামান্য মোবাইল রিচার্জের ব্যবসা করেন। ব্যক্তি জীবনে অবিবাহিত আবদুল আজিজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। স্বল্প শিক্ষিত আর স্বল্প আয় হলেও আজিজ স্বপ্ন দেখেন সবুজ পৃথিবীর। যেখানে থাকবে সবুজে ঘেরা মুক্ত হাওয়ার নির্মল পরিবেশ। বিশুদ্ধ বাতাস আর ছায়াঘেরা সবুজ পরিবেশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এ আশায় সাইকেলে দেশ ভ্রমণের সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজ উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে চলেছেন। এর আগে একই দাবিতে তিনি গত বছরের আগস্ট মাসে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ পর্যন্ত বাইসাইকেলে ভ্রমণ করেন। সামান্য মোবাইল রিচার্জের দোকানের আয়ের সবটুকুই তিনি খরচ করছেন তার এ স্বপ্নের পেছনে। দেশের সব বিভাগ ভ্রমণ শেষে সবুজ বিশ্বায়নের স্লোগানকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাইসাইকেলে সৌদি আরব ভ্রমণের ইচ্ছা আছে তার।

সর্বশেষ খবর