মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

বখাটের কারাদণ্ড

নারী সাংবাদিককে উত্ত্যক্ত

আদালত প্রতিবেদক

রাজধানীর মুগদা থানায় করা নারী সাংবাদিকের শ্লীলতাহানির মামলায় বখাটে মাহাবুব হাসান রুমীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী জরিমানার অর্থ দিতে না পারলে আসামিকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। দণ্ডিত রুমী রাজধানীর ২৩/ক উত্তর মুগদাপাড়ার বাসিন্দা। মামলার নথি সূত্রে জানা গেছে, ওই নারী সাংবাদিকের স্বামীও সাংবাদিকতা পেশায় যুক্ত। তাদের দুই মেয়ে রাজধানীর কমলাপুরের একটি স্কুলে পড়ে। বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ার সময় ওই নারী সাংবাদিককে প্রায়ই উত্ত্যক্ত করত আসামি রুমী ও তার বখাটে বন্ধুরা। ২০১৩ সালের ২ জুন বখাটেরা পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকলে নারী সাংবাদিক এর প্রতিবাদ করেন। একপর্যায়ে বখাটেরা তার গায়ে হাত তোলে এবং তাকে মারধর করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর