বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জের আম যুক্তরাজ্যে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আম যুক্তরাজ্যে

চাঁপাইনবাবগঞ্জের ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম যুক্তরাজ্যে রপ্তানি শুরু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আঞ্চলিক গবেষণা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ বছর মেসার্স মরিসন এন্টারপ্রাইজ, মেসার্স সোনারগাঁও ইন্টারন্যাশনাল ও মেসার্স জিন্নাহ এন্টারপ্রাইজের মাধ্যমে প্রায় ২ হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হবে। এতে আম চাষিরা ব্যাপকভাবে লাভবান হবেন। গত বছর পরীক্ষামূলকভাবে প্রায় ৪ টন আম ইউরোপে রপ্তানি করা হয়েছিল।

উল্লেখ্য, মঙ্গলবার ব্যাগিং পদ্ধতির আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাজদার রহমান, ব্যাগিং পদ্ধতি নিয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজ করা গবেষক ড. শরফউদ্দিন, কৃষক প্রশান্ত কুমার, কাজী সেতাউর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা। বিভিন্নস্থানের আমচাষি ও ব্যবসায়ীরা এ সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর