abcdefg
last-page || Bangladesh Pratidin

শিরোনাম
‘রানা স্যারের নির্দেশে চেকপোস্ট বসাই’ ‘রানা স্যারের নির্দেশে চেকপোস্ট বসাই’

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় আদালতে আরও দুই র‌্যাব সদস্য সাক্ষ্য প্রদান করেছেন। গতকাল সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে র‌্যাব-১১-তে কর্মরত করপোরাল জাহাঙ্গীর আলম ও র‌্যাব-১১ এর সাবেক সদস্য করপোরাল পুলিশের এসআই পলাশ গোলদার আদালতে সাক্ষ্য প্রদান করেন। এসআই পলাশ গোলদার বর্তমানে খুলনা সিআইডিতে কর্মরত আছেন। আদালত মামলার পরবর্তী সাক্ষ্য প্রদানের তারিখ ধার্য করেন আগামী ২০ জুন। সাক্ষ্য প্রদানকালে র‌্যাব-১১-তে কর্মরত এসআই পলাশ গোলদার বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল ভোরে টহল ডিউটি করতে দুটি গাড়িতে চড়ে ১২ জন বিভিন্ন পদমর্যাদার র‌্যাব সদস্য বের হই। একটি গাড়িতে তিনিসহ ৬ জন এবং অপর গাড়িতে ডিএডি আবদুস সালাম শিকদারসহ অপর ৬ জন ছিলেন। টহল ডিউটিতে থাকাকালীন বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এমএম রানা ডিএডি আবদুস…

সর্বশেষ খবর