বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

আসলাম আবার দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন মতিঝিল থানার মামলায় এক দিন এবং মহানগর হাকিম নূর নবী লালবাগ থানার মামলায় এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে আসামি আসলামকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে হরতাল ও অবরোধ চলাকালে এ মামলা দুটি করা হয়। বাংলাদেশের সরকার উত্খাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। মামলার নথিসূত্রে জানা গেছে, আসামি আসলাম চৌধুরী ৫ থেকে ৯ মার্চ বাংলাদেশের সরকারকে উত্খাতের ষড়যন্ত্রের কাজে ভারতে যান। ভারতে থাকার সময় তিনি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কবহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আসামি বর্তমান নির্বাচিত সরকারকে উত্খাতের জন্য বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা করেন। এই নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই সরকারকে অবৈধভাবে উত্খাতের জন্য সন্ত্রাস, নাশকতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন, যা দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ও রাষ্ট্রদ্রোহের শামিল। বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা গ্রহণ করেন এবং এর জন্য সহযোগিতা চান। আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পরামর্শ নিয়ে তিনি সরকারবিরোধী আন্দোলনে নামেন। ক্ষমতার পট-পরিবর্তনে বিশ্বাসী হয়ে ভবিষ্যৎ সুবিধা লাভের আশায় নাশকতামূলক অপরাধ, রাষ্ট্র, সরকার, সার্বভৌমত্ব ধ্বংস এবং সরকার উত্খাতের সঙ্গে জড়িত থাকার কারণেই আসামিকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর