সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসের ভিতর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে পরপর দুদিন ছাত্রলীগের মেয়র মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল।

জানা গেছে, গতকাল সকালে চট্টগ্রাম কলেজে ক্যাম্পাসে দুগ্রুপের অনুসারীরাই অবস্থান নেয়। এক পর্যায়ে দুই নেতার শ্লোগানকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একে অপরের  মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলার সময় কলেজে ভাঙচুর চালান হয়। গুলির শব্দও শোনা গেছে। এ সময় কাদেমুল ইসলাম দুর্জয়, কণিক বড়ুয়া, জামাল উদ্দিন ও খন্দকার নাইমুল আজমসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, শনিবারের সংঘর্ষের জের ধরে গতকালও ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ শুরু হলে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্যাম্পাসে আটকা পড়েন। এ সময় কলেজ এলাকা যানবাহন শূন্য হয়ে পড়ে। তবে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার জানান, সংঘর্ষের কারণে ভর্তি কার্যক্রমে কোনো সমস্যা হয়নি।

সর্বশেষ খবর