সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

পুলিশি বাধায় এনপিপির ইফতার বাতিল, যেতে পারেননি খালেদা

নিজস্ব প্রতিবেদক

পুলিশি বাধায় ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি করা হয়েছিল ২০-দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন— পুলিশি বাধার কারণে সোনারগাঁও হোটেলে আয়োজিত ইফতার মাহফিলের কর্মসূচি বাতিল করা হয়েছে। এর আগে পুলিশি বাধার কারণে একই স্থানে রমজানের দ্বিতীয় দিনে জামায়াতের ইফতার মাহফিলের বুকিংও বাতিলের অভিযোগ করা হয়েছিল। ড. ফরিদুজ্জামান সাংবাদিকদের বলেন, গতকাল সকালে হোটেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, রমনা মডেল থানা পুলিশ কর্মকর্তার চাপে এনপিপির ইফতার মাহফিলের জন্য স্থান বরাদ্দের অনুমতি বাতিল করেছেন তারা। এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এনপিপির অপর অংশের চেয়ারম্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওসি বলেন, ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন এনপিপির নিবন্ধন নেই। এ নিয়ে শওকত হোসেন নীলু আদালতে মামলাও করেছেন। রমনা জোনের পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, আদালতে মামলা থাকায় আমরা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছে। প্রসঙ্গত, ২০-দলীয় জোট থেকে শওকত হোসেন নীলুর নেতৃত্বে এনপিপির একটি অংশ বেরিয়ে যাওয়ার পর এনপিপি অপর অংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন অংশটি বিএনপি জোটেই থেকে যায়। গত বছরও তারা ইফতার মাহফিলের আয়োজন করে।

সর্বশেষ খবর