বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

বিনিয়োগ বাণিজ্য নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাচ্ছে

ওয়াশিংটনে অংশীদারিত্ব সংলাপ শুরু

রুকনুজ্জামান অঞ্জন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দিনব্যাপী অংশীদারিত্ব সংলাপ শুরু হচ্ছে আজ ওয়াশিংটনে। সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির চেয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুই গুরুত্ব পাচ্ছে বেশি। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় এ সংলাপে নিরাপত্তা সহায়তা, উন্নয়ন ও সুশাসন এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত তিনটি বিষয়ে আলোচনা হবে। এতে অন্তত ১৭টি ইস্যু নির্বাচন করা হয়েছে উভয় পক্ষ থেকে। সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যানন নেতৃত্ব দেবেন।

জানা গেছে, নিরাপত্তাসংক্রান্ত ইস্যুগুলোর মধ্যে জঙ্গি ও সন্ত্রাসী আক্রমণ, টার্গেট কিলিং এবং সম্প্রতি জঙ্গি অভিযোগে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো সম্পর্কে প্রশ্ন তুলবে যুক্তরাষ্ট্র। এ কারণে তারা বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে পৃথক সংলাপে বসতে চাইছে। সূত্রগুলো জানায়, টার্গেট কিলিংয়ের ক্ষেত্রে মার্কিন নাগরিক অভিজিৎ এবং ইউএসএআইডির সাবেক কর্মকর্তা জুলহাজ হত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অভিজিৎ হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের খাতায় শরীফ নামধারী (মুকুল রানা) একজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের দিক থেকে প্রশ্ন উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক গুপ্তহত্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মার্কিন নাগরিক এবং কূটনৈতিক এলাকার নিরাপত্তার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

সর্বশেষ খবর