সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কেউ যেন পরিস্থিতি ঘোলাটে না করে

—— এ কে এম সেলিম ওসমান

কেউ যেন পরিস্থিতি ঘোলাটে না করে

সন্ত্রাসীদের হাতে গুলশানে দেশি-বিদেশি নাগরিক জিম্মি ও নিহতের ঘটনায় কেউ যেন দেশের পরিস্থিতি ঘোলাটে না করতে পারে, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তৈরি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর  সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি। জঙ্গি-সন্ত্রাসীদের এ হামলা নিয়ে কাদা-ছোড়াছুড়ি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, চলমান সংকট উত্তরণে সরকারকে সব ধরনের সহায়তা করবেন ব্যবসায়ীরা। গুলশানে জিম্মি সমস্যা সমাধানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকাণ্ড কয়েকটি গণমাধ্যমে সম্প্রচারের ক্ষেত্রে অতিরঞ্জিত ভূমিকার সমালোচনা করে বিকেএমইএ সভাপতি বলেন, এমন একটি ঘটনার সময় গণমাধ্যমে সবকিছু না দেখালে কোনো সমস্যা হতো না। তার মতে, বাস চালানোর সময় পেছন থেকে চালককে পরামর্শ না দেওয়াই হয়তো ভালো। কারণ চালকই ভালো জানেন, কোন পথে গাড়ি কীভাবে চালাতে হবে। গুলশানে সন্ত্রাসী হামলা নিয়ে বেশি কথা না বলে ভালোভাবে কাজ করলেই হবে, এমন মন্তব্য করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি বলেন, সরকার জঙ্গি-সন্ত্রাস দমনে নীতি গ্রহণ করবে, আমরা ব্যবসায়ী সমাজ সরকারকে সেই নীতি বাস্তবায়নে সহায়তা করব। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাপ-আলোচনা করে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করবে বলেই আমি মনে করি। আমি বিকেএমইএ সভাপতি হিসেবে বলছি, সরকারকে সব ধরনের সহায়তা আমরা করব।

সর্বশেষ খবর