সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাস বৈশ্বিক সমস্যা সচেতনতা চাই

—— সিদ্দিকুর রহমান

সন্ত্রাস বৈশ্বিক সমস্যা সচেতনতা চাই

সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, বরং এটাকে বৈশ্বিক বা পুরো বিশ্বের সমস্যা হিসেবে দেখছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদে প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, মানুষের মন ও হৃদয়ে এটি প্রচণ্ড নাড়া দিয়েছে। তাই এ সংকট উত্তরণে দ্রুততার সঙ্গে সমন্বিতভাবে জনগণকে সচেতন করতে হবে। দেশের সব নাগরিককে তাদের প্রিয় সন্তানদের প্রতি নজর রাখার পরামর্শ দিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, গুলশানে জিম্মি ঘটনায় সন্ত্রাসীদের হাতে নিহতদের প্রতি শোক জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা মর্মাহত। বেদনাভরা মন নিয়ে যারা সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের আরোগ্য কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের আতিথেয়তায় বিদেশিরা সব সময়ই মুগ্ধ থাকেন উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, হামলার ঘটনায় বিদেশিদের আস্থা ধরে রাখা ও ফিরিয়ে আনা খুব একটা সমস্যা হবে না। কেননা এ হামলা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্কের মতো দেশেও হয়েছে। জঙ্গি-সন্ত্রাসবাদীদের এ সমস্যা বাংলাদেশের একার নয়, বরং পুরো বিশ্বের উল্লেখ করে তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদীদের সমস্যা বৈশ্বিক বা আঞ্চলিকভাবে আলোচনা করেই সমাধান করতে হবে। কারণ কেবল বাংলাদেশেই সন্ত্রাসবাদী হামলা হয়নি। এ হামলা হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতেও। দেশে-বিদেশে এ হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ হামলা মানুষের মনকেও নাড়া দেয়। বাংলাদেশে সন্ত্রাসবাদের সংকট উত্তরণে দ্রুততার সঙ্গে সমন্বিত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে আমাদের সন্তানদের প্রতিও নজর রাখা প্রয়োজন।

সর্বশেষ খবর