সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
পুরোহিত হত্যা চেষ্টা

অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বর ওরফে বনমালী বরকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় সাতক্ষীরা থানায় শনিবার মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়েছে। সদর থানার ওসি এমদাদ শেখ জানান, মামলার বাদী হয়েছেন রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি রামপ্রসাদ সাধু। তিনি শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তভার পেয়েছেন পুলিশের উপ-পরিদর্শক হিমেল হোসেন। এখন পর্যন্ত আলমগীর নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, শুক্রবার গভীর রাতে ৭/৮ জনের সশস্ত্র দুর্বৃত্ত  মন্দিরে ঢুকে দুই চৌকিদার বাবু ও ইউনুসকে বেঁধে মারধর করে একটি কক্ষে আটকে ফেলে। তাদের কাছ থেকে তারা মোবাইল ফোন ও টর্চ লাইটও কেড়ে নেয়। পরে তারা পুরোহিতের কক্ষে ঢুকে তার স্ত্রী সুমিত্রা বর ও ছেলে জগন্নাথ বরের সামনে পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত হয়েছে মনে করে চলে যায়। পরে প্রতিবেশিরা এসে পুরোহিতকে উদ্ধার করে। পরে পুলিশ গুরুতর অবস্থায় ভবসিন্ধুকে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে শনিবার সকালে হেলিকপ্টার যোগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। দুর্বৃত্তদের কারও কারও মুখে মুখোশ পরা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর