শিরোনাম
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

মোদি মন্ত্রিসভায় রদবদল কাল?

মন্ত্রী হতে পারেন এম জে আকবর

কলকাতা প্রতিনিধি

আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই মোদি মন্ত্রিসভার বড়সড় রদবদল হতে চলেছে। আগামীকাল বেলা ১১টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

সূত্রে খবর, এ মন্ত্রিসভায় নতুন মুখ আসতে চলেছেন নয়জন। এর মধ্যে কয়েকজন দলিত বলে জানা গেছে। এ ছাড়া পুরনো মন্ত্রীদের মধ্যে দু-এক জনকে অপসারণ এবং কয়েকজনের মন্ত্রণালয় বদল হতে পারে। বয়সের কারণে সরানো হতে পারে সংখ্যালঘু মন্ত্রী নাজমা হেফতুল্লাহ (৭৬) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী কলরাজ মিশ্রকে (৭৫)। নতুন মন্ত্রী হতে পারেন রাজ্যসভার বিজেপি সদস্য মিডিয়া ব্যক্তিত্ব এম জে আকবর। এর পাশাপাশি পানিসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সনোয়ার লাল জাঠ, রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী নিহাল চান্দকেও মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে। মন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনোকালেই বয়স বাধা ছিল না। তবে মোদির পছন্দ জুনিয়ররাই। স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা— এ চারটি শীর্ষ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। পদোন্নতি হতে পারে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভির। তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হতে পারে। পাশাপাশি গুরুত্ব বাড়তে পারে পেট্রোলিয়াম ও গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পীযূষ গোয়েলের। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তরপ্রদেশ থেকে এবার মন্ত্রীর সংখ্যা বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়াকেও এবার মন্ত্রিসভায় দেখা যেতে পারে। সেই সঙ্গে আসাম থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন রমেশ্বর তেলি ও রমণ ডেকা। রাজ্যসভার শিবসেনা সাংসদ অনিল দেশাইও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।

সর্বশেষ খবর