বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ঢাকা-কলকাতা রুটে চালু হচ্ছে লাক্সারি ক্রুইজ শিপ

কলকাতা প্রতিনিধি

ঢাকা-কলকাতা রুটে চালু হচ্ছে লাক্সারি ক্রুইজ শিপ

ভ্রমণপিয়াসী মানুষদের জন্য সুখবর। এবার কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় চালু হতে চলেছে বিলাসবহুল ক্রুইজ জাহাজ পরিসেবা। জাহাজে করে যেতে যেতেই সুন্দরবনের গভীর অরণ্য, পশুপাখি, এমনকি ভাগ্য সুপ্রসন্ন হলে মিলতে পারে বাঘের দেখা। সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচলের বিষয়ে প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এবার শুরু হতে চলেছে যাত্রীবাহী জাহাজ চলাচল। শিগগিরই  দুই দেশের মধ্যে এ-সম্পর্কিত একটি প্রটোকল স্বাক্ষর হতে চলেছে বলে জানিয়েছেন ভারতের অন্তর্দেশীয় জলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অরবিন্দ কুমার। গতকাল তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বিলাসবহুল ক্রুইজ শিপ চলাচলের বিষয়ে ভারতের জাহাজ মন্ত্রণালয়ের ডিজি কর্তৃক একটি গাইডলাইন চূড়ান্ত হয়েছে। শিগগিরই এটি চালু হবে।’ ভারতীয় অংশে এই পরিসেবা দেবে অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ। অন্যদিকে বাংলাদেশ অংশে পরিসেবা দেবে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বর্তমানে দুই দেশের মধ্যে যাতায়াতের মাধ্যম হিসেবে বাস, ট্রেন ও বিমান পরিসেবা চালু আছে। এবার এ তালিকায় যোগ হতে চলেছে ক্রুইজ জাহাজ। হুগলি নদীর ওপর দিয়ে এই পরিসেবা দিতে চেয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ভিবাড়া ক্রুইজ সংস্থা। সংস্থার পরামর্শদাতা লে. কর্নেল (অব.) এস আর ব্যানার্জি বলেছেন, ‘সবকিছু ঠিক থাকলে হয়তো চলতি বছরের শেষেই এ পরিসেবা চালু হতে পারে। সে ক্ষেত্রে ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে ১৪ দিনের মতো।’ পরিকল্পনা অনুযায়ী এই ক্রুইজের যাত্রাপথে নদীয়া জেলার শান্তিপুরে তাঁতি সম্প্রদায়ের বিভিন্ন হস্তশিল্প দেখে হুগলি নদী দিয়ে যেতে যেতে চন্দননগর, ব্যান্ডেল, দক্ষিণেশ্বর কালীমন্দির, বেলুড় রামকৃষ্ণ মঠসহ একাধিক দর্শনীয় স্থান দেখতে পারবেন পর্যটকরা। এরপর ভারতীয় অংশের সুন্দরবনের দৃশ্য দেখে হেমনগর সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশের সুন্দরবনে প্রবেশ করবে ক্রুইজটি। সে দেশে একাধিক স্থান পরিদর্শন করতে পারবেন পর্যটকরা, যার মধ্যে রয়েছে ইলিশের জন্য প্রসিদ্ধ সোনারগাঁ ও চাঁদপুরের প্রাচীন শহর আটগর খুরিয়ানা। তবে দীর্ঘ এই যাত্রাপথের খরচ এখনো নির্ধারিত হয়নি। যদিও বিলাসবহুল ক্রুইজ শিপ হওয়ার কারণে গাঁটের কড়ি একটু বেশিই খরচ করতে হতে পারে।

সর্বশেষ খবর