শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জাদুঘরে মৃৎশিল্পের প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘরে মৃৎশিল্পের প্রদর্শনী

বাংলার লোকশিল্পের অনন্য নিদর্শন মৃৎশিল্প। এই শিল্প মাধ্যমটিকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হলো মৃৎশিল্পের বিশেষ প্রদর্শনী। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রদের পোড়ামাটির ৫০টি শিল্পকর্ম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত পোড়ামাটির শিল্পকর্মের ১০০টি নিদর্শন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পী রফিকুন্নবীর সভাপতিত্বে এতে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক ড. মোস্তফা শরীফ আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। ২৬ জুলাই শেষ হবে ১২ দিনের এই প্রদর্শনী। ‘অপরূপ নদী ও মাটি’ : নবীন ও প্রবীণ শিল্পীদের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো ‘অপরূপ নদী ও মাটি’ শীর্ষক দলীয় প্রদর্শনী। প্রদর্শনীর শিল্পীরা হলেন : আবদুল মান্নান, নাসিম এ নাদভী, নাসিমা খানম কুইনি, লায়লা শারমিন, শামীম সুব্রানা, আশরাফুল হাসান, উত্তম কুমার রায়, আজমীর হোসাইন, আনিসুজ্জামান মামুন, রেজা কে চৌধুরী, ইসতিয়াক তালুকদার, আবদুল্লাহ আল বশির, সোহাগ পারভেজ, শাহনূর মামুন, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, সুলতান ইসতিয়াক, সৌরভ চৌধুরী ও ফাহমিদা খাতুন। গতকাল বিকেলে কুইনিস আর্ট আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুল মান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনীস্থল। আর  রবিবার সাপ্তাহিক বন্ধ। ২০ জুলাই শেষ হবে এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর