শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কক্সবাজারে আওয়ামী লীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার থেকে গতকাল চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. ইউনুছ প্রকাশ ইনুর (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। একদল পুলিশ রাত আড়াইটার দিকে তার লাশ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। লাশটি মর্গে রাখা হয়। পরে স্বজনরা লাশ শনাক্ত করে।

নিহত ইনু চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকার একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকধারী কয়েকজন তাকে একটি কালো গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে ইনুর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন স্থানীয় এক সংবাদকর্মীর ফেসবুকে ‘পরিচয়বিহীন লাশ’ হিসেবে পোস্ট করা ছবি দেখে স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করে হাসপাতালে আসেন। তবে কোথায় কীভাবে তাকে হত্যা করা হয়েছে— তার সঠিক তথ্য মেলেনি। স্থানীয় সূত্রগুলো আরও জানান, ইউনুছ ইনু এলাকার চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী। ফুলছড়ি গহিন বনে তার নেতৃত্বেই গড়ে ওঠে ‘ইনু বাহিনী’। সেই বাহিনী এলাকার অধিকাংশ অপরাধের সঙ্গে সম্পৃক্ত। পুলিশও জানিয়েছে, ইনুর বিরুদ্ধে খুন, ডাকাতি, মত্স্যঘেরে লুণ্ঠন, বন নিধনসহ নানা অপরাধের অভিযোগে ডজনখানেকের বেশি মামলা রয়েছে। অন্যদিকে নিহতের স্ত্রী জুনাইদা বেগম হাসপাতাল মর্গে লাশের পরিচয় শনাক্ত করতে এসে জানিয়েছেন, তার স্বামী কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। বিভিন্ন সময় হয়রানিমূলক মামলায় তাকে জড়িয়ে অনেক মামলা দায়ের করা হয়েছে। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে কোনো মতে তাদের সংসার চলছে। এলাকার কিছু দুষ্ট লোকের ইন্ধনে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, ডুলাহাজারা থেকে ইনু নামের এক লোককে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। ইনুর নামে ডাকাতি, অপহরণ, বন মামলাসহ ডজনেরও বেশি মামলা রয়েছে। এ বিষয়ে তিনি আর কিছু জানাতে পারেননি। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, স্বজনেরা হাসপাতালে এসে লাশের পরিচয় শনাক্ত করেছেন। খুনের বিষয় তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর