শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যশোরের বর্ষীয়ান রাজনীতিক আলী রেজার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বর্ষীয়ান রাজনীতিক আলী রেজার ইন্তেকাল

বর্ষীয়ান রাজনীতিক, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু (৬৯) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

জানা গেছে, কয়েকদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা গতকাল বেলা ১২টা ৪৯ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তার সার্বক্ষণিক সহচর দেবাশীষ দাস দেবু জানান, আলী রেজা রাজু স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে দুজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদের ফেরার ওপরই তার দাফনের বিষয়টি নির্ভর করছে। আজ (শনিবার) রাজুর মরদেহ যশোরে আনা হতে পারে বলে তার শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন। প্রসঙ্গত, আলী রেজা রাজু ষাটের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং সে বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন। তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্ষীয়ান এই নেতা যশোরের অপর দুই বর্ষীয়ান রাজনীতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও খালেদুর রহমান টিটোর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর