রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কম্বিং অপারেশন ‘আইরিন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক চোরাচালান বন্ধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে এ অভিযান শুরু হয়। অপারেশন সম্পর্কে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা চারটি ফ্লাইটের যাত্রীদের কাছে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক বা মাদক পাওয়া যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক  এস এম শামীমুর রহমান জানান, অপারেশন আইরিনের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে একযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সহযোগিতা করছে বিজিবি, র‌্যাব, কাস্টমস কর্মকর্তা ও সিভিল এভিয়েশন। এর আগে গত সোমবার থেকে দুই দিন বন্দর জেটিতে বিজিবির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মতো বাংলাদেশেও চলছে কম্বিং অপারেশন ‘আইরিন’।

সর্বশেষ খবর