রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

বিদেশি পাখির খামার করে স্বাবলম্বী আকবর

দিনাজপুর প্রতিনিধি

বিদেশি পাখির খামার করে স্বাবলম্বী আকবর

দিনাজপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার মৃত মারফত আলী বেপারীর ছেলে আলী আকবর। তিনি বাড়িতে বিদেশি পাখির খামার করে স্বাবলম্বী হয়েছেন। শখ করে পাখি পুষতে পুষতে খামার করেছেন। এখন তিনি এ খামার থেকে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করেন। আকবর জানান, তিনি টিভির ডিসকভারি চ্যানেল দেখে পাখি পালনে উৎসাহী হন। তারপর নিজ বাড়িতে গ্রামীণ প্রযুক্তিতে অল্প টাকায় বিদেশি প্রজাতির পাখির খামার তৈরি করেন। এ পাখির খামারই আর্থিক সাফল্য এনে দিয়েছে। এখন খামারে ১৫ প্রজাতির ৩০ জোড়া কবুতর, ১০ জোড়া ঘুঘু, ৫০ জোড়া বাজারিকা, লাভ বার্ডসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। আলী আকবর বলেন, ‘আমার একটি ছোট ওয়ার্কশপ আছে। এর পাশাপাশি ডিসকভারি চ্যানেল দেখে বিদেশি প্রজাতির পাখি পালন শুরু করি।’

সর্বশেষ খবর