বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুই মামলায় আসলাম চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক

নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম  চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ  দেয়। তবে আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ আরও তিনটি মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন  খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। এ বিষয়ে সাকিব মাহবুব জানান, গত বছরের ৪ জানুয়ারি মতিঝিল ও লালবাগ থানায় নাশকতার মামলা করা হয়। এসব মামলায় আসলাম চৌধুরীকে  গ্রেফতার দেখানো হয়েছে। আদালত শুনানি শেষে ওই দুটি মামলায় তাকে ছয় মাসের জামিন দিয়েছে। ২৩ মে এ দুই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর ৯ মে প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম অনলাইন ডটকমে। এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর  বৈঠক-সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর