শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মানিকগঞ্জের কান্তাবতীতে জমজমাট নৌকাবাইচ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের কান্তাবতীতে জমজমাট নৌকাবাইচ

মানিকগঞ্জের কান্তাবতী নদীতে গত বৃহস্পতিবার বিকালে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। কলতাবাজার বণিক সমিতি আয়োজিত এ নৌকা বাইচে ছান্দি, সিপা, ঘাসিসহ বিভিন্ন ধরনের নৌকা অংশ নেয়। বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট নৌকা নিয়ে বাইচ দেখতে আসা মানুষজনের ভিড়ে নদী এলাকা আনন্দের জোয়ারে মাতোয়ারা ছিল। বাইচে অংশ নেওয়া রিয়াজ এন্টারপ্রাইজ নৌকার মালিক আবেদ আলী জানান, ‘পুরস্কারের আশায় নয়, মানুষকে আনন্দ দিতে ও কাছে পেতে তিনি বাইচে অংশ নেন। একেকটি বাইচে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। তাছাড়া এর জন্য বিশেষ নৌকা তৈরি করতে খরচ হয় চার থেকে পাঁচ লাখ টাকা।’ আয়োজক কমিটির পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সব নৌকাকেই পুরস্কৃত করা হয়। নৌকাপ্রতি দেওয়া হয় মোবাইল ফোন। স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস এ পুরস্কার তুলে দেন। সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর ভাদ্র মাসের প্রথম দিন কান্তাবতী নদীর কলতায় এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রায় দুইশ বছর ধরে এ বাইচ অনুষ্ঠিত হচ্ছে। এ বাইচ কান্তাবতী নদীর নিমতা এলাকা থেকে শুরু হয় এবং এক কিলোমিটার নৌ-পথ পাড়ি দিয়ে শেষ হয় কলতায় এসে।

সর্বশেষ খবর