শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
নিউইয়র্কে সংবাদ সম্মেলন

মুসলমানদের নিরাপত্তা দাবি

প্রতিদিন ডেস্ক

৩৬ ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেফতারের জন্য নিউইয়র্কের পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইমামসহ দুই বাংলাদেশিকে হত্যার মোটিভ উদঘাটিত না হওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম-আমেরিকানদের মধ্যে ভীতির সঞ্চার ঘটেছে। এনআরবি নিউজ।

গত বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সামনে নিহত ইমাম আলাউদ্দিন আখনজি (৫৫) এবং তার সহকারী তারা উদ্দিনের (৬৪) স্বজনসহ জুইশ, খ্রিস্টান এবং মুসলিম কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা ব্যক্ত করেন। তারা মসজিদ এবং মুসল্লিগণের যাতায়াত পথে টহল পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সিসিটিভির পরিমাণও বাড়ানোর আহ্বান জানান। ১৩ আগস্ট ভর দুপুরে জোহর নামাজ শেষে ওজনপার্কে আল ফোরকান মসজিদ থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে এক দুর্বৃত্তের গুলিতে নিহত হন এই মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আখনজি এবং তার প্রতিবেশী তারা উদ্দিন। পরদিন রবিবার দিবাগত রাতে ঘাতক হিসেবে অস্কার মরেলকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। এদিকে, বৃহস্পতিবার আরেকটি অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখি হলে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ইমাম হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষমূলক বক্তব্য, যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিষিদ্ধ করার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে মুসলিম আমেরিকানদের আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে। মুসলিম কমিউনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে, এটি খুবই সত্য। এবং এজন্য মূলত দায়ী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।’

সর্বশেষ খবর