শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রোগীর পেট থেকে বের হলো আস্ত কাচের বোতল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রোগীর পেট থেকে বের হলো আস্ত কাচের বোতল

বরিশালে জালাল (৪০) নামে এক রোগীর পেটে অস্ত্রোপচার করে বের করা হয়েছে আস্ত একটি কাচের বোতল। ১৭ আগস্ট রাত ৯টায় পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে বরিশাল নগরের হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হয়েছিলেন জালাল। এরপর তার পেটে অস্ত্রোপচার করা হয়।

তবে জালালের পেটের ভেতর আস্ত বোতল কিভাবে প্রবেশ করল— তার কোনো তথ্য পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, সফলভাবে অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ আছে। জালাল নামের এই রোগী ভোলার লালমোহন উপজেলার ফরাসগঞ্জ গ্রামের আবদুল মোনাজের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে জালালের গুরুতর অবস্থা দেখে ডা. মো. জাহাঙ্গীর আলম সেলিম পরীক্ষা-নিরীক্ষা করে এক্সরে রিপোর্টে পেটের ভেতর বোতল সদৃশ বস্তু দেখতে পান। এরপর পায়ুপথ দিয়ে বোতলটি বের করার জন্য অস্ত্রোপচারের উদ্যোগ নেন। একপর্যায়ে তিনি রোগীর পেটের ভেতর কাচের আস্ত বোতলের উপস্থিতি টের পান। চিকিৎসক জানান, বোতলটি পায়ুপথ দিয়ে বের করা অসম্ভব হওয়ায় তিনি রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেন। কিন্তু রোগীর ইচ্ছায় রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে বোতলটি অপসারণ করা হয়। তিনি জানান, কিভাবে পেটে বোতল ঢুকল— এ বিষয়ে রোগীর স্বজনরা কথা বলতে রাজি নন। তবে ডা. সেলিম জানান, তার চিকিৎসা জীবনে কারও পেটে অস্ত্রোপচার করে এত বড় বোতল তিনি বের করেননি। প্রচণ্ড চাপ প্রয়োগ করে বোতলটি পায়ুপথ দিয়ে রোগীর পেটে ঢোকানো হয়েছে বলে চিকিৎসক জোর দিয়ে বলেন। অস্ত্রোপচারের পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর