শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিচারহীনতার সংস্কৃতির মধ্যে যেন না পড়ি

— সেলিনা হোসেন

বিচারহীনতার সংস্কৃতির মধ্যে যেন না পড়ি

স্কুলছাত্রী রিশা হত্যাকাণ্ডে তার স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যেসব দাবি তুলে ধরেছে তার বাস্তবায়ন করে অপরাধীর বিচার সম্পন্ন করে সে রায় দ্রুত কার্যকর করতে হবে। এ ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন বিচারহীনতার সংস্কৃতির মধ্যে না পড়ি। আমাদের বুঝতে হবে যে, শাস্তি নিশ্চিত না করলে অপরাধীরা মাথায় চড়ে বসবে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এখন আর স্বাভাবিক জীবন ব্যবস্থার মধ্যে বাস করছি না। আমাদের নিশ্চিত করতে হবে যে, বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদের ভবিষ্যৎ গ্রাস না করে। আমরা রিশা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং এই হত্যাকাণ্ডের বিচারের দেওয়া রায়ের বাস্তবায়ন দেখতে চাই। এই কথাসাহিত্যিক বলেন, আমি মনে করি আমাদের নতুন প্রজন্মকে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে না আনলে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বার বার ঘটতে থাকবে। এমনকি রিশার মা তার মেয়ের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার যে অভিযোগ তুলেছেন সেই অভিযুক্ত চিকিৎসক যদি সত্যিই এমন আচরণ করেন এবং তার কর্তব্যে অবহেলা করে থাকেন তবে তাকেও বিচারের আওতায় আনতে হবে। সেলিনা হোসেন বলেন, আমরা লক্ষ্য করছি রিশাদের ঘটনাগুলো আমাদের সমাজে বার বার ঘটছে। আমি মনে করি, এ বিষয়গুলো যদি সমাজ থেকে পরিষ্কার করা না যায় তবে বার বার তা ঘুরেফিরে ঘটতে থাকবে।

সর্বশেষ খবর