শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

উচ্ছেদ সিটি করপোরেশনের বাধা কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সায়দাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার নেতৃত্বে ট্রাক শ্রমিকরা সেখানে উত্তেজনা সৃষ্টি করেন।

জানা গেছে, গতকাল বিকাল ৩টায় অভিযান শুরুর জন্য বুলডোজার, পুলিশের এপিসি দিয়ে উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হলে শ্রমিকরা অন্য জায়গা থেকে ট্রাক এনে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এ ঘটনায়  ভ্রাম্যমাণ আদালত বাধাদানকারী কাউন্সিলরকে গ্রেফতারের নির্দেশ দিলেও তা পুলিশ শোনেনি বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ। তিনি বলেন, আমরা সেখানকার যানজট নিরসনের জন্য অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে সব ধরনের প্রস্তুতি নিয়ে যাই। সেখানে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে শ্রমিকরা বাধা দেয়। পরে বিভিন্নভাবে ৫০ ভাগ উচ্ছেদ করা গেছে। কিন্তু পুলিশকে বাধাদানকারীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হলেও তারা তা করেননি। এ ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর