শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্রেনেড সরবরাহ করে সোহেল

গুলশান হামলা

নিজস্ব প্রতিবেদক

গ্রেনেড সরবরাহ করে সোহেল

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ব্যবহূত গ্রেনেডের প্রস্তুতকারী ও সরবরাহকারী হিসেবে সোহেল মাহফুজ নামে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাকে এখন খোঁজা হচ্ছে। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ সংগঠন জেএমবি থেকে নব্য জেএমবিতে যোগ দেওয়া জঙ্গি।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের আরও জানান, গুলশান হামলায় জড়িত সোহেল নামে এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তিনি হামলায় ব্যবহূত গ্রেনেড প্রস্তুত ও সরবরাহকারী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সোহেল জেএমবির পুরনো ধারার একজন শীর্ষ সদস্য ছিলেন। ‘নিউ জেএমবি’ নামে জঙ্গিরা যে নতুন তত্পরতা শুরু করেছে সেখানে সোহেলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সূত্র বলছে, গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও যোগাযোগ সমন্বয়ক তাওসিফ হোসেন নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত হয়েছেন। হামলার অপারেশনাল কমান্ডার ছিলেন নুরুল ইসলাম মারজান। পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন জোনায়েদ খান, খালেদ ও মানিক। এ ছাড়া নব্য জেএমবি নেতা রাজীব ওরফে রাজীব গান্ধী গুলশানে হামলা চালাতে দুজনকে নিয়োগ দিয়ে তামিম চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন। ওই হামলার বিষয়ে জানতেন নব্য জেএমবির আরেক নেতা রিপন। তাদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর