শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চরমপন্থা ও জঙ্গিবাদের উত্থান এশিয়ার অভিন্ন উদ্বেগ : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

চরমপন্থা ও জঙ্গিবাদের উত্থান এশিয়ার অভিন্ন উদ্বেগ। এই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশে বিভিন্ন নামে ও ব্যানারে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের সরকার এবং জনগণ এর মোকাবিলায় একযোগে কাজ করে যাচ্ছে। স্বাভাবিকভাবে অন্য দেশ আগ্রহী হতে পারে যে, বাংলাদেশ কীভাবে এটা করছে? গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টির (আইক্যাব) মিডিয়া ফোরামের নবম সম্মেলনে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এতে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রধানরা অংশ নেন। এরশাদ বলেন, প্রত্যেক দেশ ও সমাজের কিছু বার্নিং ইস্যু রয়েছে। যেমন, চরমপন্থা ও জঙ্গিবাদের উত্থান। আর আবহাওয়া পরিবর্তন তো আমাদের সবারই উদ্বেগের কারণ। কোন দেশ এসব সমস্যা কীভাবে মোকাবিলা করছে তা জানা অন্য দেশের জন্য জরুরি। জাপা চেয়ারম্যান বলেন, একটি সুন্দর বিশ্ব গড়তে হলে মহাদেশগুলোকে সুন্দর হতে হবে। আর মহাদেশ তখনই সুন্দর হবে, যখন দেশগুলো সুন্দর হবে। বিভিন্ন বিষয়ে ব্যক্তি, সংগঠন ও দেশের অভিমতগুলো যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, তখন তা লাখো-কোটি মানুষের জীবনধারার ওপর ব্যাপক প্রভাব রাখে। এ প্রক্রিয়ায় মানুষের চিন্তাধারা ও জীবনশৈলীতে অভিন্নতার জন্ম নেয়। এটাই বিশ্বায়নের অতি সাধারণ ব্যাখ্যা। তিনি বলেন, ‘আমরাও বিশ্বায়নের প্রভাবের বাইরে নই। বাংলাদেশ একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ এশিয়া গড়ার স্বপ্ন দেখে। আমাদের বিশ্বাস, আমাদের মধ্যে ভাববিনিময়ের মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব। এ ক্ষেত্রে মিডিয়া কার্যকর ভূমিকা পালন করতে পারে সংবাদ ও তথ্যবিনিময়ের মাধ্যমে। এসব ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াসহ মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলন থেকে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার জন্য আমার আবেদন থাকল।’

সর্বশেষ খবর