রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষকের পিটুনিতে ছাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অজুহাতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে পীরগাছা উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল ছাত্রীর চাচা ফয়জার রহমান প্রধান শিক্ষক মোন্নাফ হোসেনের বিরুদ্ধে পীরগাছা থানায় মামলা করেছেন।

প্রধান শিক্ষক মোন্নাফ হোসেন বলেন, ‘এ বছর বিদ্যালয় থেকে ৭৫ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। অনেকে ঠিকমতো বিদ্যালয়ে আসে না। এ নিয়ে শারমিনসহ কয়েকজনের সঙ্গে রাগারাগি করেছি। কাউকে পেটাইনি।’ পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েটিকে দেখেছি। বিষয়টি অমানবিক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ মামলাসূত্রে জানা যায়, চৌধুরানী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন সাত দিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। তার অনুপস্থিতির কারণ জানতে চান প্রধান শিক্ষক। শারমিন অসুস্থতার কথা বললেও প্রধান শিক্ষক লাঠি দিয়ে তাকে পেটানো শুরু করেন। এ সময় শারমিন জ্ঞান হারিয়ে ফেললে অন্য শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পুলক সরকার বলেন, ‘মেয়েটির বাম হাতের ওপরের অংশে জখম রয়েছে। লাঠি কিংবা এ-জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে।’

সর্বশেষ খবর