বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ওবামাকে গালি দুতের্তির, বাতিল বৈঠক

প্রতিদিন ডেস্ক

নির্বাচিত হওয়ার পরই তকমা পেয়েছেন ‘বন্দুকভক্ত’ হিসেবে। তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তি। ক্ষমতাগ্রহণের চার মাস পার না হতেই তার উদ্ধৃতির তালিকায় যুক্ত হয়েছে বিভিন্ন বিতর্কিত মন্তব্য। অনেকের মুখে যে কথা আটকে যায় বা স্বাভাবিক ভদ্রতার খাতিরে বলেন না, সেই ধরনের ‘বিতর্কিত’ মন্তব্য নির্দ্বিধায় বলে ফেলেন তিনি। সর্বশেষ তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালিগালাজ করেছেন মা কে নিয়ে।

দুতের্তি বলেন, ওবামার কোনো উপদেশ শুনতে রাজি নন তিনি। ওবামা যদি তার কোনো পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন, তা হলে ‘বেশ্যার ছেলেকে এক হাত’ নেবেন। সোমবার মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই ধরনের কটূক্তি করেন দুতের্তি। পরে অবশ্য বিবৃতি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টকে ‘ব্যক্তিগত আক্রমণের জন্য’ ক্ষমা চেয়েছেন। তবে এতে ক্ষোভ কমেনি আমেরিকার। ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’ বা আসিয়ান’-এর বৈঠকের ফাঁকে আমেরিকার সঙ্গে ফিলিপাইনের যে দ্বিপক্ষীয় কথাবার্তার সূচি নির্দিষ্ট ছিল, তা বাতিল করে দিয়েছেন ওবামা। গতকাল থেকে লাওসে শুরু হয়েছে আসিয়ানের বৈঠক। শেষ হবে আগামীকাল। ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন দুতের্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অভিযোগ, গত দুই মাসে প্রায় আড়াই হাজার মানুষ হত্যা করেছে দুতের্তির পুলিশ। মাদক পাচার ও ব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছে আরও দুই হাজার মানুষ। মাদক পাচার রুখতে দুতের্তির চলমান পদক্ষেপ কি সমর্থনযোগ্য? তার সঙ্গে বৈঠকে কি এই প্রশ্ন তুলবেন না মার্কিন প্রেসিডেন্ট? সোমবার এক সাংবাদিকের এই প্রশ্ন শুনেই ক্ষেপে যান দুতের্তি। বলেন, ‘ও নিজেকে ভাবে টা কী! আমি আমেরিকার হাতের পুতুল নই। আমি একটি দেশের প্রেসিডেন্ট। আমি শুধু এ দেশের মানুষের কাছেই উত্তর দিতে বাধ্য। আর কারও কাছে নয়।’ এরপর তিনি আরও ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ওবামা যদি আমার কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তা হলে... ছেলেকে আমি দেখে নেব।’ দুতের্তির যুক্তি, ফিলিপাইনের এই পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী। মার্কিন ‘ঔপনিবেশিক অত্যাচারের’ ফলেই আজ এই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। আসিয়ানে বৈঠকের আগেই ফিলিপাইনের  প্রেসিডেন্টের আপত্তিকর মন্তব্য সম্পর্কে অবগত হন ওবামা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুতের্তির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে কি না, তা খতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপরই বৈঠকটি বাতিলের বিষয়ে হোয়াইট হাউসের কাছ থেকে ঘোষণা আসে। এএফপি।

সর্বশেষ খবর