বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

১২০০ হজযাত্রী নিতে পারেনি বিমান

নিজস্ব প্রতিবেদক

শেষ হলো চলতি বছরের প্রথম পর্বের হজ ফ্লাইট। গতকাল রাতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ১৬ অক্টোবর। গতকাল পর্যন্ত বাংলাদেশ বিমান মোট ৪৯ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহন করেছে। এ জন্য বিমানকে একদিনে অতিরিক্ত তিনটি ফ্লাইট চালাতে হয়েছে। তবে স্লট না থাকায় বিমান এ বছর ১ হাজার ২০০ হজযাত্রী  পরিবহন করতে পারেনি। এ ছাড়া পূর্ব ঘোষণা ছাড়াই বিমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের চারটি শিডিউল ফ্লাইট বাতিল করায় সোমবার দিনভর হজযাত্রীরা বিক্ষোভ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ চার ফ্লাইটে হজযাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাঁদ দেখা যাওয়ায় আগামী ১১ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র হজ উদযাপিত হবে। বিমানের কর্মকর্তারা জানায়, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে বিমানের বাকি হজযাত্রীদের জেদ্দা পাঠানো হবে। বিমানের এক কর্মকর্তা জানান, এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭০০ হজযাত্রী সৌদি যাবেন। এর অর্ধেক বহন করার কথা ছিল (৫০ হাজার ৮৫০ জন) বিমানের। কিন্তু টিকিট বাণিজ্য আর ট্রাভেল এজেন্সির অনিয়ম-দুর্নীতির কারণে যাত্রী সংকটে পড়ে বিমান। এসব কারণে বিমানকে মোট ২১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর ফলে বিমানের পক্ষে ১ হাজার ২০০ হজযাত্রী পরিবহন করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর