শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জেএসসি পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

যে প্রজ্ঞাপনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চালু হয়েছে, তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একটি রিট আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে বলা হয়, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধ্যাদেশে এ ধরনের পরীক্ষার কথা বলা না হলেও সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জেএসসি পরীক্ষা চালিয়ে আসছে। এতে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়ার পাশাপাশি কোচিং বাণিজ্য বাড়ছে।

সর্বশেষ খবর