শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছেলেসহ রাগীব আলীর বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জনস্বার্থে করা এক মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। গতকাল তিনি এ আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী জানান, রাগীব আলী ও আবদুল হাইকে মামলার পরবর্তী তারিখ ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াসউদ্দিন তালুকদার জনস্বার্থে মামলাটি করেন। এজাহারে বাদী অভিযোগ করেন, সিলেট থেকে প্রকাশিত ‘সিলেটের ডাক’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি রাগীব আলী। ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক। তারাপুর চা-বাগান দখল ও আত্মসাৎ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হলেও রাগীব-হাইয়ের মালিকানাধীন পত্রিকায় কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এতে ‘সিলেটের ডাক’-এর পাঠক বঞ্চিত হয়েছেন। প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় আগেই রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। বর্তমানে রাগীব আলী পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে রয়েছেন। আদালতে এ দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য রয়েছে ১৯ সেপ্টেম্বর।

সর্বশেষ খবর