শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধ কার্যক্রমে বাংলাদেশের উন্নতি

নিজস্ব প্রতিবেদক

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধ কার্যক্রমে উন্নতি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে মুদ্রা পাচারের পরিমাণ কমেছে। আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের কার্যক্রম আগের চেয়ে নিয়ন্ত্রণে আসায় এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) বৈঠকে প্রধানমন্ত্রীর সন্ত্রাসবিরোধী অবস্থান প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোয় ৫-৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এপিজির সভায় বাংলাদেশের  কার্যক্রমের প্রশংসা করা হয়। গতকাল বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে। আইনি ও প্রাতিষ্ঠানিক কার্যকারিতা মূল্যায়নে ১১টি সূচকে বাংলাদেশ উচ্চ সূচকে শূন্য, সহনশীল ৩, মধ্যম ৪ ও নিম্নস্তরে ৪ পয়েন্ট। এ তালিকায় শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নরওয়ে রয়েছে। এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া উচ্চস্তরে ১ পয়েন্ট। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নেওয়া ব্যবস্থা পরিবীক্ষণের জন্য এপিজির ১৯তম বার্ষিক সভায় অনুমোদিত হয়েছে। এতে বাংলাদেশের মানি লন্ডারিং সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম এপিজি ও এর সদস্য ৪১টি রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক মানের হিসেবে স্বীকৃতি পেয়েছে। রেটিং অনুযায়ী ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপভুক্ত (আইসিআরজি) প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, তা আর নেই। সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদ, মুদ্রা পাচারসহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ অ্যাসেসমেন্ট টিম কর্তৃক প্রস্তাবিত রেটিংগুলোর মধ্যে দুটি ইমিডিয়েট আউটকামের (আইও) রেটিংয়ে উন্নীত হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ নরওয়ে ও শ্রীলঙ্কা থেকে ভালো অবস্থানে। কোনো কোনো ক্ষেত্রে অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত দেশ থেকেও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এতে সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদ, মুদ্রা পাচারসহ অন্যান্য অপরাধ নির্মূলে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।

সর্বশেষ খবর