শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে

------------------------ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সন্তানেরা ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এদের সন্তানদের বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যেতে হবে। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ’৭১-এর গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানেরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা আমাদের মতো নির্দোষ নয়। তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। আইনমন্ত্রী যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে নতুন আইন প্রণয়নের বিষয়ে বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ কীভাবে শহীদ পরিবার এবং সাধারণ জনগণের উপকারে আসে, তা পর্যালোচনা করা হচ্ছে। সভায় একাত্তরে গণহত্যার ঘটনা অবলম্বনে নির্মিত শাহরিয়ার কবিরের ‘জার্নি টু জাস্টিস’ নামের একটি তথ্যচিত্র দেখানো হয়।

সর্বশেষ খবর