শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জমজমাট নৌকাবাইচ

প্রতিদিন ডেস্ক

জমজমাট নৌকাবাইচ

যমুনায় গতকাল নৌকাবাইচ

সিরাজগঞ্জের বেলকুচি এবং ফরিদপুরের ভাঙ্গায় গতকাল জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়ার কাছে যমুনায় গতকাল বিকালে মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ক্ষিদ্রমাটিয়া থেকে মেঘুল্লা পর্যন্ত নৌকাবাইচ হয়েছে। এর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস। ঈদের আনন্দের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করতে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ শিশু নদীর তীরে ভিড় জমান। অনেকে ছোট ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরে আনন্দ উপভোগ করেন। নৌকাবাইচে দুটি করে মোট ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী নয়টি নৌকাকে একটি করে ২১ ইঞ্চি রঙিন টিভি ও রানার্স আপদের একটি করে ১৪ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও একই নদীতে ঈদের আগে সাতটি নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। এর মধ্যে বিজয়ী তিনটি নৌকার মালিককেও একটি করে ২১ ইঞ্চি ও রানার্সআপদের ১৪ ইঞ্চি টেলিভিশন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সাবেক মেয়র আলহাজ মফিজউদ্দিন খান লাল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা সোলায়মান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা তপন কুমার মাস্টার ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।

ভাঙ্গা প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ২৫টি নৌকা অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান। বিকাল ৩টার দিকে কুমার নদের বরশখালী এলাকা থেকে এ বাইচ শুরু হয়। শেষ হয় তিন কিলোমিটার উত্তরে চুমুরদী ইউনিয়নের গঙ্গাধরদী এলাকায়। পরে পুরস্কার হিসেবে ২৫ জন অংশগ্রহণকারীকেই বিভিন্ন দামের ডিনারসেট দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর