শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বরিশালে শালিস বৈঠকে সংঘর্ষে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলার টুমচর এলাকায় শালিস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রব সরদারের বাড়িতে এই শালিস বৈঠক বসেছিল। জানা গেছে, আগের দিন বিকালে সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার সময় সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল রব সরদারের বাড়িতে শালিস বৈঠক বসে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রকিবুল হাওলাদার (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত এবং শরিফুল, ইয়াজ হোসেন ও ইব্রাহিম নামে তিনজন আহত হন। আহতদের মধ্যে শরিফুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভর্তি করা হয়েছে। নিহত রকিবুল তয়কা টুমচর গ্রামের বজলুর রহমান হাওলাদারের ছেলে এবং একই উপজেলার সৈয়দ বদরুল হোসেন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয়রা প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। এ সময় একই এলাকার আমানত চৌকিদারের ছেলে সাদেক তার প্রতিবেশী তরিকুল ও জেহাদকে মারধর করে। এর জের ধরে তরিকুলের খালাতো ভাই শরিফুল সাদেককে পাল্টা মারধর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে গতকাল সকালে দুই পক্ষের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। বৈঠকে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় সাদেক ও তার সহযোগীরা রকিবুল ও শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এতে রকিবুল হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। ওসি আরও জানান, সংঘর্ষের পরপরই পুলিশ টুমচর এলাকায় অভিযান চালিয়ে রকিবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর সিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর