শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রধান শিক্ষিকাকে পেটালেন ইউপি চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাদিয়াল নাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শিল্পী রানী মৈত্রকে পেটালেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। এ ঘটনার পর থেকে বেশ কয়েকবার থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। এমনকি এর প্রতিবাদে মানববন্ধন করার কথা বললে তিনি গ্রেফতারের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন প্রধান শিক্ষিকা।

ভুক্তভোগী  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উজ্জ্বল বলেন, ৮ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে রাইগাঁ বাজারের মৃত মজিবর রহমানের ছেলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জুর মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক পরাজিত হওয়ায় প্রধান শিক্ষিকাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে ঈদের আগের দিন (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মঞ্জুরুল আলমসহ খলসাকুড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবু মুসা রাইগাঁ বাজারে অবস্থিত রওশন মেডিকেল স্টোরের সামনে প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্রর পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট ও চড়থাপড় মারে। ওই সময় তার স্বামী ও শাশুড়ি তাকে রক্ষা করতে এগিয়ে এলে প্রধান শিক্ষিকার স্বামী মন্টুকেও মারপিট করে এবং তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। ভুক্তভোগী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্র আরও বলেন, ঘটনার পর থেকে অনেকবার থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। সারা দিন থানায় বসে থাকলেও মামলা না নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করছে। এমনকি মানববন্ধন করার কথা বললে আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। শেষে তিনি বিষয়টি মীমাংসা করার পরামর্শ দেন। এ বিষয়ে রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জুর সঙ্গে গতকাল বিকালে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা-কাটাকাটি হয়েছে মাত্র। তবে প্রধান শিক্ষিকার স্বামী মন্টু আমার এক ছেলেকে মেরেছে। এ ব্যাপারে গতকাল বিকালে মহাদেবপুর থানার ওসি সাবের রেজার সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর