সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফ্রেমে ফ্রেমে নদী

সাংস্কৃতিক প্রতিবেদক

ফ্রেমে ফ্রেমে নদী

গণমাধ্যমে কর্মরত আলোকচিত্রীরা তাদের ক্যামেরার ফ্রেমে নদীমাতৃক বাংলাদেশের নদ-নদীকে নানাভাবে ধারণ করেছেন। এক সময়ের খরস্রোতা নদীর পূর্ব ও বর্তমানের চিত্র, নদীনির্ভর বিপন্ন জনপদ, কোথাও নদী প্রমত্তা, কোথাও ধীর আবার কোথাও খরস্রোতা, কোথাও আবার আগ্রাসী হয়ে দু-কূল ভেঙে মানুষের স্বপ্ন ভাঙে, কোথাও আবার স্বপ্ন গড়ে এমন বিষযগুলো ফ্রেমে ফ্রেমে তুলে ধরেছেন ফটোসাংবাদিকরা। সেসব আলোকচিত্র নিয়ে ‘নদ-নদীর আলোকচিত্র’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর। ২০ জন আলোকচিত্রীর ৩৬টি ছবি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের লবিতে শুরু হয় চারদিনের এই প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আয়োজক সংস্থার সভাপতি সুমন শামসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রদর্শনীর উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আজ নদী হারিয়ে গেছে, হারিয়ে গেছে নদীকে ঘিরে নানা উৎসব। দখল-দূষণের অত্যাচারে নদীর পানি আজ দূষিত। নদীর দুপাড়ে দেখা যায় বর্জ্যের স্তূপ।

চারুকলায় বার্ষিক প্রদর্শনী : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হয়েছে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনী। শিক্ষার্থীর সাম্প্রতিক শিল্পকর্মের মধ্য থেকে ৬১ জন শিল্পীর কাজ নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর