শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় ছাত্রলীগ কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাকবিতণ্ডার জের ধরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী মো. ইব্রাহীম হোসেন সবুজ (২৩) নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের সরকারি আজিজুল হক কলেজের (পুরাতন ভবন) সামনে স্থানীয় কতিপয় যুবকের সঙ্গে সবুজের কথাকাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে যুবকদের ছুরিকাঘাতে আহত হন সবুজ। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত সবুজ কাহালু উপজেলার লাহাড়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স শেষ বর্ষের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। সদর থানার ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, বেলা আড়াইটায় কলেজের সামনে কয়েকজন যুবকের হামলায় নিহত হন সবুজ। ঘটনার তদন্ত চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সদর থানার ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, সবুজকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতা-কর্মীরা বগুড়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা এ সময় বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।

কুষ্টিয়ায় দুই পক্ষে সংঘর্ষ : কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে হল দখল করাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ইনস্টিটিউট কর্তৃপক্ষ দুটি হল বন্ধ ঘোষণা করে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভিতর ছাত্রদের জন্য লালন শাহ ও মীর মশাররফ হোসেন নামে দুটি হল রয়েছে। কয়েক দিন আগে লালন শাহ হল ছাত্রলীগের কয়েকজন কর্মীকে মীর মশাররফ হোসেন হলের নেতা-কর্মীরা মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা চলছিল। বুধবার সন্ধ্যায় প্রতিশোধ নিতে ও আধিপত্য বিস্তার করতে উভয় হলের নেতা-কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। একপর্যায়ে তারা দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছাত্রলীগ কর্মী মনজুরুল রানাসহ তিনজন আহত হন। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নুরুজ্জামান বলেন, ঘটনার পরপরই দুটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ক্যাম্পাস খোলা থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর