শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

তাজমহল বন্ধ থাকবে এক বছর

প্রতিদিন ডেস্ক

তাজমহল বন্ধ থাকবে এক বছর

হারানো জৌলুস ফিরিয়ে আনতে এক বছর বন্ধ থাকবে তাজমহল। এ এক বছরের মধ্যে পর্যটকরা তাজমহলে প্রবেশ করতে বা ঘুরে দেখতে পারবেন না। অতিরিক্ত বায়ুদূষণের ফলে শ্বেতশুভ্র রং হারাচ্ছে তাজমহল। এর পুরনো রূপ ফিরিয়ে আনতে তাই যথাযথ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তাজমহল ১৭০০ সালের দিকে তৈরি হয়। এরপর এর কোনো সংস্কার করা হয়নি। এই প্রথমবার এর মূল গম্বুজে সংস্কারকাজ শুরু হচ্ছে। নতুনভাবে মার্বেলের রং আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এর মাধ্যমে তাজমহল আবার আগের সৌন্দর্য ফিরে পাবে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কাজ শেষ হতে অন্তত বছরখানেক লাগবে। সব দিক খতিয়ে দেখেই তাজমহলের রূপ ফেরানোর কাজ শুরু করবে এএসআইয়ের বিজ্ঞান শাখা। তাজমহলের হলদেটে ভাব কাটানোর জন্য লোকসভায় অনেক দিন আগেই সরব হয়েছিল পরিবেশ রক্ষা কমিটি। অবশেষে সেই কাজ শুরু হচ্ছে। এএসআই জানিয়েছে, মাড-প্যাক তৈরির কাজ শুরু হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী বছর এপ্রিলে গম্বুজে মাটির প্রলেপ লাগানোর কাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর