রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শর্ত পূরণ করেও পছন্দের বিষয় পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মানে ভর্তি

আকতারুজ্জামান

শর্ত পূরণ করেও পছন্দের বিষয় পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী। আলিম পাস করে বিশ্ববিদ্যালয়টির ভর্তি নির্দেশিকার শর্ত পূরণ করেও আবেদনের ক্ষেত্রে পছন্দের বিষয়ে চয়েস দিতে পারছেন না তারা। এদিকে ভর্তির সময় শেষ হবে ২০ অক্টোবর। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা মূল কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোবাশ্বেরা খানম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্দিষ্ট বিষয়ে পড়তে চাইলে তাকে নির্দেশিকায় উল্লিখিত সাবজেক্টগুলোর যে কোনো একটিতে ২০০ নম্বর পড়তে হবে এবং সেই বিষয়ে তাকে জিপিএ ৩ পেতে হবে। তাহলে তিনি আবেদনের যোগ্য থাকবেন। নির্দেশিকার শর্তাবলি পূরণ করেও মাদ্রাসার অনেক শিক্ষার্থী পছন্দের সাবজেক্ট না পাওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, তার ফলাফলে কোনো গোলমাল থাকতে পারে। বোর্ডের কাছে আমরা বার বার সংশোধিত ফলাফল চেয়েছি। কিন্তু অনেকে তা সরবরাহ করেনি। তাই ফলাফলেই তার সমস্যা থাকতে পারে। আলিম উত্তীর্ণ ফাহিমা জান্নাত (রোল ১৩১৭৩৭, রেজি. ১১১৮৮৬১১৯৭) এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, তিনি ২০০ নম্বরের পৌরনীতি ও সুশাসন পড়েছেন। এ বিয়য়ে তার ‘এ গ্রেড’ (জিপিএ ৪) রয়েছে। তিনি অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন কলেজ ও ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ভর্তির আবেদন করতে গিয়ে শুধু বাংলা, ইংরেজি ও ইসলামিক স্টাডিজ ছাড়া অন্য কোনো বিষয় চয়েস দিতে পারছেন না। কিন্তু এ কলেজগুলোয় ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিষয়ে সম্মান কোর্স রয়েছে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী তিনি এ সাবজেক্টগুলোয় আবেদন করতে পারবেন। অথচ অনলাইনে ফরম পূরণ করতে গিয়ে তিনি সাবজেক্টগুলো চয়েস দিতে পারছেন না। ফেনীর একটি মাদ্রাসা থেকে আলিম উত্তীর্ণ জান্নাতুল নাঈম (রোল ১৬৭৫৭২, রেজি. ১১১৮৭৩২৩৯৪) বলেন, তিনি পৌরনীতি ও সুশাসনে ২০০ নম্বরের কোর্স পড়েছেন। এ বিষয়ে ‘এ মাইনাস’ (জিপিএ ৩.৫) পেয়েছেন। কিন্তু রাজধানীর তিতুমীর কলেজের প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে গিয়ে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম চয়েস দিতে পারছেন না। এতে বিপাকে পড়েছেন তারা। ২০ অক্টোবর ভর্তির জন্য আবেদনের শেষ সময়সীমা হলেও পছন্দের বিষয়ে চয়েস দিতে না পারায় এখনো আবেদন করতে পারেননি তারা।

এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যাহ বলেন, ভর্তি নির্দেশিকার শর্ত পূরণ করলে অবশ্যই কোনো মাদ্রাসা শিক্ষার্থীকে পছন্দের সাবজেক্ট থেকে বঞ্চিত করা চলবে না। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর