রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বাগমারায় ইউপি নির্বাচন

নৌকার হাল জেএমবি নেতার হাতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নৌকার হাল জেএমবি নেতার হাতে

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেলেন জেএমবি নেতা আলমগীর সরকার। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। তার বাড়িতে জেএমবির শীর্ষ নেতাদের বৈঠকের ভিডিও চিত্র রয়েছে। যা গণমাধ্যমেও এসেছে। আলমগীর সরকার গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং অফিসারের কাছ থেকে নৌকা প্রতীক বরাদ্দ পান। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। যাদের মধ্যে আলমগীর সরকার নৌকা প্রতীক, আবদুস সালাম আনারস, নাসির উদ্দিন লাঙ্গল, জিতেন্দ্র নাথ হাতুড়ি, আবদুর রাজ্জাক মোটরসাইকেল ও মুকুল হোসেন চশমা প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি থাকায় তাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ৭ মে চতুর্থ দফায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর দুই দিন আগে ৫ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউনিয়নের সহ-সভাপতি আবদুস সালাম। আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন আলমগীর সরকার। জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে আবদুস সালামের মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগ।  গত ২৬ সেপ্টেম্বর স্থগিত ১৬টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন। নতুন তফসিলে নির্বাচনের জন্য মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্র থেকে বাগমারার ১৬টি ইউনিয়নের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের কাছে চিঠি ইস্যু করে। গোয়ালকান্দি ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করে মনোনয়ন দেওয়া হয়েছে আলমগীর সরকারকে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ জানান, ১৬ ইউনিয়নের মধ্যে এবার তিনটিতে দলীয় মনোনয়ন পরিবর্তন হয়। গোয়ালকান্দি ইউনিয়নে আবদুস সালামের পরিবর্তে আলমগীর সরকার, হামিরকুৎসায় আনোয়ার হোসেনের পরিবর্তে ছাবিনুন নাহার ও যোগীপাড়ায় সোহাগ হোসেনের পরিবর্তে মোস্তফা কামালকে এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এবার দলীয় মনোনয়নের জন্য জেলার কাছে কোনো তালিকা চাওয়া হয়নি। কেন্দ্র থেকে সরাসরি দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর